ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (IIUC)–এর তহবিল আত্মসাৎ: সাবেক এমপি নাদভি সহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
IIUC–এর ১২ কোটি টাকা আত্মসাৎ: সাবেক এমপি নাদভি সহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
দোয়েল নিউজ ডেস্ক | চট্টগ্রাম
ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (IIUC)–এর তহবিল থেকে ১২ কোটি ৭৯ লাখ টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক এমপি আবু রেজা মো. নিজামুদ্দিন নাদভি সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়–১ থেকে এই মামলা দায়ের করা হয়।
দুদক সূত্র জানায়, অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের বিভিন্ন পদে থেকে নিয়ম-নীতি ভেঙে তহবিল স্থানান্তর, অনিয়মিত ব্যয় এবং প্রকল্পের নামে টাকা তুলে ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
কারা আছেন মামলার আসামির তালিকায়?
দুদকের মামলায় যাদের নাম এসেছে, তাদের মধ্যে আছেন—
-
সাবেক এমপি ও বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান আবু রেজা মো. নিজামুদ্দিন নাদভি,
-
বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ,
-
ট্রাস্টি ও বিভিন্ন কমিটির সদস্য হিসেবে দায়িত্বে থাকা আরও কয়েকজন অধ্যাপক ও কর্মকর্তা,
-
এবং বোর্ড ও টাওয়ার ম্যানেজমেন্ট কমিটির কয়েকজন বহিরাগত সদস্য।
দুদক বলছে, বোর্ড অব ট্রাস্টিজে থেকে নিজেদের প্রভাব খাটিয়ে নীতিমালা বহির্ভূতভাবে সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থ বিভিন্ন অ্যাকাউন্টে সরিয়ে নেওয়া হয়, যা পরে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হয়েছে বলে তদন্তে প্রমাণ মিলেছে।

আপনার মতামত লিখুন