খুঁজুন
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

জাবি টাংগাইল জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির সভাপতি আল আমিন ও সম্পাদক লিমন

আলামিন খান
প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৬:০৮ অপরাহ্ণ
জাবি টাংগাইল জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির সভাপতি আল আমিন ও সম্পাদক লিমন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) টাংগাইল জেলা কল্যাণ সমিতির নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৫০ ব্যাচের শিক্ষার্থী মো. আল আমিন হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন একই ব্যাচের শিক্ষার্থী মো: আরিফুজ্জামান লিমন।

বুধবার (১০ ডিসেম্বর) সদ্যসাবেক সভাপতি ও সেক্রেটারি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যাপনার সাথে যুক্ত টাঙ্গাইল জেলার শিক্ষকবৃন্দকে উপদেষ্টা মণ্ডলীর সদস্য করে এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন মোহসিনা মীম, আরিয়ান জারা লামিসা, নুসরাত জাহান সুবা, এমিল ইসলাম শাহিন, সুপ্তি মালাকার, মাধবি বসাক, রাইয়্যান মিয়া, ইমরান হোসেন, সন্তু কর্মকার, সৌরভ বসাক, সানজিদা শান্তা এবং সুমাইয়া মিম।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অনিক হাসান, নাজমুল হাসান ফারুক, শফিউল আলম ফাহিম, নাফিজ, নাফিয়া জামান তন্নি, উৎপল চক্রবর্তী, নিপা আক্তার, রাফি, মো. সাকিব হোসেন, তানজিনা নাহার, মেহেদি হাসান এবং হাবিবা খাতুন।

উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেনঅধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানছুর, অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন, অধ্যাপক ড. এ. এইচ. এম. সা’দৎ, অধ্যাপক ড. ইসমত আরা, অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অধ্যাপক ড. মো. ইনামুল হক, অধ্যাপক ড. তাসলিমা নাহার এবং সহযোগী অধ্যাপক তানিয়া শারমীন।

এছাড়া ৫৪ তম আবর্তনের টাংগাইল জেলার সকল শিক্ষার্থীকে কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রাখা হয়েছে।

নতুন সভাপতি মো. আল আমিন হোসেন বলেন,
“আপনাদের বিশ্বাস আর ভালোবাসায় আমি টাঙ্গাইল জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হয়েছি। এটি শুধু আমার সাফল্য নয়, আমাদের সবার যৌথ পরিশ্রমের ফল। আপনাদের সমর্থন আমাকে আরও দায়িত্বশীল করেছে। শিক্ষার্থীদের স্বার্থে কাজ করতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।”

ওসমান হাদীর সুস্থতা কামনায় জাবিতে জাতীয় ছাত্র শক্তির দোয়া মাহফিল আয়োজন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৯:০৯ অপরাহ্ণ
ওসমান হাদীর সুস্থতা কামনায় জাবিতে জাতীয় ছাত্র শক্তির দোয়া মাহফিল আয়োজন

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি-র দ্রুত সুস্থতা কামনায় জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাবি শাখার সাবেক আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আহসান লাবিব, সহ- সভাপতি নাসিম আল তারিকসহ ছাত্রশক্তি জাবি শাখার অন্যান্য সংগঠকবৃন্দ ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করি। তাঁর ওপর ন্যাক্কারজনক হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর এমন হামলা প্রার্থীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। ফ্যাসিস্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখিয়ে সারাদেশে নিরাপত্তা ও একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।”

উক্ত দোয়া মাহফিলে জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দ শরীফ ওসমান হাদির আরোগ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ, জাতি ও গণতান্ত্রিক সংগ্রামের সফলতা কামনা করা হয়।

হাদির হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৫:১৯ অপরাহ্ণ
হাদির হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার

শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনায় জড়িত হামলাকারীকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, হাদির ওপর হামলাটি একটি নৃশংস ও পরিকল্পিত ঘটনা, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা।

এ ঘটনার সঙ্গে যারা সরাসরি বা পরোক্ষভাবে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, হামলাকারীর অবস্থান, পরিচয় বা গ্রেপ্তারে সহায়ক নির্ভরযোগ্য তথ্য প্রদান করলে তথ্যদাতাকে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে এবং তার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

ইতোমধ্যে পুলিশ সন্দেহভাজনদের শনাক্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য যাচাই করছে এবং বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। তিনি বলেন, এটি শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়, বরং রাষ্ট্রের নিরাপত্তা ও আইনের শাসনের ওপর আঘাত, তাই সাধারণ মানুষকে ভয় না পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে, যাতে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যায়।

হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে,যেকোনো সময় গ্রেপ্তার করবে পুলিশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৮:২৩ পূর্বাহ্ণ
হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে,যেকোনো সময় গ্রেপ্তার করবে পুলিশ

হাদি গুলিবিদ্ধের ঘটনায় জড়িত সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তার যেকোনো সময় হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার। তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশ, গোয়েন্দা বিভাগ ও সংশ্লিষ্ট ইউনিটগুলো সমন্বিতভাবে কাজ শুরু করে এবং প্রযুক্তির সহায়তায় হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে। অভিযুক্তদের গতিবিধি নজরদারিতে রয়েছে, নিরাপত্তা বাহিনী প্রস্তুত আছে এবং খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ডিএমপি কমিশনার আরও জানান, এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা ছিল কি না, নাকি ব্যক্তিগত বিরোধের জেরে ঘটেছে—সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পেছনে কারা ইন্ধন দিয়েছে এবং অর্থ ও অস্ত্রের যোগান কোথা থেকে এসেছে, সেসব বিষয়ও তদন্তের আওতায় আনা হয়েছে। তিনি বলেন, রাজধানীতে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না এবং অপরাধীরা যত প্রভাবশালীই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।

এদিকে গুলিবিদ্ধ হাদির চিকিৎসা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসকরা নিয়মিত আপডেট দিচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী তার পরিবারকে সর্বোচ্চ সহায়তা দিচ্ছে বলেও জানান ডিএমপি কমিশনার। তিনি নগরবাসীকে গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান এবং বলেন, দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে এই ঘটনার পূর্ণ বিচার নিশ্চিত করা হবে।

ব্রেকিং নিউজ