হাদির মৃত্যুতে জাবিতে বিক্ষোভ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির মৃত্যুতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল শেষে হাদির রেখে যাওয়া কাজ সমাপ্ত করতে শপথ বাক্য পাঠ করিয়েছেন জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু। বিক্ষোভে অংশগ্রহন করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু), বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাতীয় ছাত্রশক্তি, আধিপত্যবাদ বিরোধী মঞ্চ সহ ও বিভিন্ন প্লাটফর্ম এর নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার রাত ১১.১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বটতলায় জড়ো হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনারে এসে সমাবেশের মাধ্যমে বিক্ষোভ সমাপ্ত করেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ সময় ৯.৪৫ মিনিটে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন শরিফ ওসমান হাদি।
বিক্ষোভ মিছিলে বিভিন্ন ধরনের স্লোগান দেন শিক্ষার্থীরা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘গোলামী না আজাদী, আজাদী-আজাদী’, ‘ভারতের আগ্রাসন, ভেঙে দাও-গুড়িয়ে দাও’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘শহীদের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘তুমি কে আমি কে, হাদী-হাদী’, ‘হাদী ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না’, ‘হাদি ভাই মরলো কেনো, ইন্টেরিম জবাব দে’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কবো’ প্রভৃতি শ্লোগান দেন এছাড়াও দিল্লি না ঢাকা-ঢাকা ঢাকা’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও’, ‘হাদী ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’, ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
সমাবেশে জাকসুর সমাজসেবা সম্পাদক আহসান লাবিব বলেন, “আমরা অনেক সহ্য করেছি আর করব না। আমরা অনেক মার খেয়েছি কিন্তু এবার আমরা আর মার খাব না। এবার আমরা প্রতিরোধ করব। আমরা প্রতিশোধ নিব। আমরা হাদি ভাইয়ের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করব।”
এসময় জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “আওয়ামীলীগ আমাদের চিনতে পারেনি ভারত ও আমাদের চিনতে পারছে না। তারা ভেবেছে হাদিকে হত্যার মধ্য দিয়ে আমাদেরকে আদিপত্য বাদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দিবে। কিন্তু তারা জানেনা আমরা তিতুমীরের উত্তরসূরী। আমরা ভারতের বিরুদ্ধে আমাদের আধিপত্য বিরোধী যুদ্ধ চালিয়ে যাব। শরীফ ওসমান হাদির রেখে যাওয়া কাজ সম্পন্ন করতে আমরা প্রতিজ্ঞা বদ্ধ।
সমাপনী বক্তব্যে জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু বলেন, “আমাদের লড়াই চলবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আমাদের দেশের ৫৬ হাজার বর্গমাইলে কোন আধিপত্যবাদী থাবা পড়তে দিব না। আমরা হাদির ফেলে যাওয়া কাজ সম্পন্ন করব ইনশাআল্লাহ।”
সংক্ষিপ্ত সমাবেশ শেষে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান ভিপি আবদুর রশিদ জিতু। এসময় সবাই ওসমান হাদীর হত্যার বিচার নিশ্চিতের জন্য শপথ নেন।

আপনার মতামত লিখুন