সিনেমার কাহিনীকেও হার মানিয়ে মোবাইল উদ্ধার করলো BYR টিম
সিনেমার কাহিনীকেও হার মানিয়ে মোবাইল উদ্ধার করলো BD Youth Revolution
২১ জানুয়ারি—টঙ্গী স্টেশন রোড। হঠাৎই এক আপুর শান্ত দিনটা আতঙ্কে রূপ নেয়।
নির্মমভাবে তার হাতে আঘাত করে মোবাইল ছিনিয়ে নেয় একদল ছি/নতা/ইকারী। অসহায় চোখ, কাঁপা কণ্ঠ—ভয়ের সেই মুহূর্ত যেন থমকে দেয় চারপাশ।
ছিন/তা/ইকারীরা টঙ্গী ইজতেমা মাঠের ভেতর দিয়ে অন্ধকারে মিলিয়ে যেতে চাইছিল… কিন্তু তারা জানত না, মানবতার শক্তি তখনই জেগে উঠেছে।
খবর পাওয়া মাত্রই BD Youth Revolution আর বসে থাকেনি।
আমরা দেরি না করে ৩টি দলে বিভক্ত হয়ে পুরো ইজতেমা মাঠ ঘিরে ফেলি। দীর্ঘ সময় দৌড়, খোঁজ, অপেক্ষা—ঘাম, ক্লান্তি, কিন্তু একটুও পিছিয়ে আসা নয়।
অবশেষে আসে সেই মুহূর্ত—
ছিন/তাই/কারী ধরা পড়ে মোবাইলসহ!
অন্যায়ের কাছে হার মানায় ন্যায়।
যখন উদ্ধার করা মোবাইলটি সেই আপুর হাতে তুলে দেওয়া হয়, তার চোখের জলই বলে দেয় সবকিছু।
সে মুহূর্তের তৃপ্তি ভাষায় প্রকাশ করা যায় না।
আজ আবারও প্রমাণ হলো—
যেখানে অন্যায় দাঁড়ায়,
সেখানেই দাঁড়িয়ে যায় BD Youth Revolution
মানুষের পাশে, মানবতার পক্ষে, নির্ভয়ে।
আমরা গল্প নই—আমরা দায়িত্ব।
আমরাই BD Youth Revolution।

আপনার মতামত লিখুন