ইসরাইলের প্রেসিডেন্টের বাসভবন ঘেরাও করেছে ইহুদিরা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ । ৩:০১ অপরাহ্ণ

ইসরাইলে আবারও তীব্র রাজনৈতিক উত্তেজনা। দেশটির রাষ্ট্রপতি আইজ্যাক হার্জোগের ব্যক্তিগত বাসভবনের সামনে শনিবার রাত থেকেই হাজারো বিক্ষোভকারী জড়ো হয়ে ঘেরাও কর্মসূচি পালন করেছে। মূল দাবি—দুর্নীতির তিনটি মামলায় অভিযুক্ত বেঞ্জামিন নেতানিয়াহু যে ক্ষমা (Pardon) আবেদন করেছেন, তা যেন রাষ্ট্রপতি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেন।

বিক্ষোভকারীরা ঘণ্টার পর ঘণ্টা স্লোগান দেয়, প্ল্যাকার্ড তুলে ধরে সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। তাঁদের অভিযোগ—একজন বিচারাধীন নেতাকে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় রক্ষা করা হলে ইসরাইলের বিচারব্যবস্থা, গণতন্ত্র ও জনগণের ন্যায়বিচারের প্রতি আস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে। তারা পরিষ্কারভাবে জানিয়ে দেয়, “Pardon = Banana Republic”—অর্থাৎ, ক্ষমা মানে রাষ্ট্রকে প্রহসনে পরিণত করা।

নেটানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঘুষ, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিচার চলছে। এর মধ্যেই তার ক্ষমা আবেদন জনগণের মধ্যে বিস্ফোরণ ঘটিয়েছে। সাধারণ নাগরিক থেকে শুরু করে বিরোধী দলের নেতারা—সবাই এই আবেদনকে ‘রাষ্ট্রবিরোধী ধৃষ্টতা’ হিসেবে অভিহিত করছেন। অনেকের মতে, তিনি আইনের শাস্তি থেকে বাঁচতেই শেষ মুহূর্তে রাষ্ট্রপতির দরজায় কড়া নাড়ছেন।

রাষ্ট্রপতি হার্জোগ এখন প্রবল চাপের মুখে। একদিকে সরকারপন্থীদের চাপ, অন্যদিকে উত্তাল জনগণের দাবি—ক্ষমা দেওয়া যাবে না। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বিক্ষোভ বাড়তে থাকায়, বিশেষ করে তেল–আভিভে রাষ্ট্রপতির বাড়ির সামনে বিক্ষোভকারীদের ভিড় যখন রাস্তাজুড়ে ছড়িয়ে পড়ে।

ইসরাইলজুড়ে এখন একটাই আলোচ্য—নেটানিয়াহু কি সত্যিই বিচার থেকে রক্ষা পাবেন, নাকি জনমতের চাপে রাষ্ট্রপতি কঠোর সিদ্ধান্ত নেবেন? দেশটির গণতান্ত্রিক ইতিহাসে এই মুহূর্তটি এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে দেখা হচ্ছে।

ইসরাইলের রাজনৈতিক অস্থিরতা কোন দিকে মোড় নেয়, তা-ই এখন বিশ্বজুড়ে নজর কেড়েছে।

প্রিন্ট করুন