সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ ফয়সাল হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন হাবিব হিরনসহ শতাধিক নেতাকর্মী এবং মুসল্লিগণ অংশগ্রহণ করেন।
জাবি ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও নারী ক্ষমতায়নের পথিকৃৎ হলেন বেগম খালেদা জিয়া। যিনি দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে আপস না করে মৃত্যুকে আলিঙ্গন করে কারাবরণ করেছিলেন এবং তাঁর কাছে দেশ ও দেশের মানুষ আগে প্রাধান্য পায়। তিনি আজ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। জাবি ছাত্রদলের উদ্যোগে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকে দোয়া মাহফিল আয়োজন করা হয়।”

আলামিন খান (জাবি প্রতিনিধি)
প্রকাশের সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ । ১০:১৩ অপরাহ্ণ