জাবিতে নড়াইল জেলা ছাত্রকল্যাণ সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি এনামুল, সম্পাদক জিহাদ

আলামিন খান (জাবি প্রতিনিধি)
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ । ৫:১০ অপরাহ্ণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত নড়াইল জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নড়াইল জেলা ছাত্রকল্যাণ সংসদ’-এর ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইনামুল সিকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: জিহাদ মোল্লা।

বুধবার (৩ নভেম্বর) সংগঠনটির পক্ষ থেকে আগামী ১ বছরের জন্য এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন— কাজী মৌসুমী আফরোজ, মো: হাবিবুল্লাহ বাহার, মো: বোরহান শেখ, সৈয়দা সেফরাত জাহান ইফিতি, রানা পারভেজ এবং ফরহাদ খান প্রান্ত।
যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন— শরিফা আহমেদ তন্বী, আরাফাত খান, রানা হামিদ, তাহেরা ফিলিন সোনালী, সুবর্ণা তরফদার এবং স্নিগ্ধা দাশ।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— কোষাধ্যক্ষ ইয়াসিন আকাশ ও উপ-কোষাধ্যক্ষ লিমন ইসলাম তুহিন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: ইলিয়াস শেখ। এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন হৃদান সিদ্দিকী উপান্ত ও তানভীর রহমান।

দপ্তর সম্পাদক হিসেবে মুকিত হাসান ও উপ-দপ্তর সম্পাদক হিসেবে মৃদুল জুবায়ের এবং প্রচার সম্পাদক হিসেবে আনিকা রহমান ও সহ-প্রচার সম্পাদক হিসেবে ফাতিমা ইসলাম ইলা মনোনীত হয়েছেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, বিশ্ববিদ্যালয়ে নড়াইল জেলার শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং তাদের সার্বিক সহযোগিতায় এই কমিটি কাজ করে যাবে।

প্রিন্ট করুন