খালেদা জিয়ার লন্ডন যাওয়া সময় পেছাল, নতুন তারিখ জেনে নিন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫ । ১২:১৬ অপরাহ্ণ

খালেদা জিয়ার লন্ডন যাত্রা আবারও পেছাল। দীর্ঘদিন ধরে অসুস্থ বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছিল, কিন্তু নির্ধারিত দিনে কাতারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে না পারায় পুরো পরিকল্পনায় পরিবর্তন আসে। এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি হওয়ায় বৃহস্পতিবার রাতে যাত্রা সম্ভব হয়নি, ফলে চিকিৎসা–দল, পরিবার ও সংশ্লিষ্টদের নিয়ে নতুন করে সময় ঠিক করতে হয়। বর্তমানে তার স্বাস্থ্যের অবস্থা আগের মতোই জটিল এবং চিকিৎসকেরা দ্রুত বিদেশে নেওয়ার পরামর্শ পুনর্ব্যক্ত করলেও নির্দিষ্ট ফ্লাইট না থাকায় অপেক্ষা ছাড়া উপায় ছিল না।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে খালেদা জিয়াকে রবিবার, ৭ ডিসেম্বর লন্ডনে নেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তার সঙ্গে থাকবেন চিকিৎসকদের বিশেষ টিম, আর সফরসঙ্গী হিসেবে ইতোমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছেন জুবাইদা রহমান। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞরা জানিয়েছেন, তার বর্তমান অবস্থা স্থিতিশীল হলেও যেকোনো সময় জটিলতা বাড়তে পারে। তাই এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত হলেই লন্ডনে স্থানান্তর করবেন তারা।

রাজনৈতিক অঙ্গনে তার বিদেশযাত্রা সব সময়ই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকে। এই বিলম্বকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ বাড়লেও তারা আশা করছেন, নতুন তারিখ অনুযায়ী যাত্রা বাধাহীনভাবে সম্পন্ন হবে। অন্যদিকে, সাধারণ মানুষের মধ্যেও তার স্বাস্থ্যের ব্যাপারে বেশ চিন্তা তৈরি হয়েছে। সব মিলিয়ে এখন সবার চোখ লন্ডনযাত্রার নতুন তারিখ — ৭ ডিসেম্বর — এর দিকেই। সব কিছু অনুকূলে থাকলে সেদিনই যাত্রা চূড়ান্ত হবে বলে সংশ্লিষ্ট সূত্রের প্রত্যাশা।

প্রিন্ট করুন