দেশে এসে পৌঁছালো তারেক রহমানের ‘বিশেষ সুবিধাসম্পন্ন’ ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি; তারেক রহমান যেদিন আসছেন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫ । ৩:৪২ অপরাহ্ণ

বাংলাদেশে এসে পৌঁছেছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আমদানি করা বিশেষ সুবিধাসম্পন্ন গাড়িটি। জাপানে নির্মিত এবং সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা সাদা রঙের টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো LC 250 গাড়িটি আনুষ্ঠানিকভাবে বিমানবন্দর কার্গো থেকে ছাড়পত্র পেয়ে নির্দিষ্ট স্থানে নেওয়া হয়েছে।

সাত আসনের এই হার্ড জিপটি মূলত উচ্চ নিরাপত্তা বৈশিষ্ট্যসমৃদ্ধ হিসেবে পরিচিত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি পরিবহনের ক্ষেত্রে বিশ্বব্যাপী ব্যবহৃত হয়ে থাকে। জানা গেছে, গাড়িটি শুল্ক, ভ্যাটসহ আনুমানিক প্রায় ২ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে আমদানি করা হয়েছে। গাড়িটির রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ ইতোমধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA) অনুমোদন দিয়েছে, ফলে এখন এটি আনুষ্ঠানিকভাবে সড়কে চলাচল উপযোগী।

গাড়িটি নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি প্রশ্ন—এটি বুলেটপ্রুফ কি না। যদিও অনেকেই গাড়িটির নিরাপত্তা বৈশিষ্ট্য নিয়ে আগ্রহ প্রকাশ করছেন, তবে এ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক নথিতে বুলেটপ্রুফ সক্ষমতার নিশ্চয়তা পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের মতে, স্ট্যান্ডার্ড প্রাডো মডেলে চাইলে ব্যালিস্টিক প্রতিরোধী প্যানেল, সেফটি গ্লাস ও অতিরিক্ত শক্তিকরণ যুক্ত করা যায়—তবে এই গাড়িতে সেসব আগে থেকেই রয়েছে কি না তা নিশ্চিত নয়।

রাজনৈতিক অঙ্গনে গাড়িটি পৌঁছানোর পর নতুন করে আলোচনা তৈরি হয়েছে, বিশেষ করে সাম্প্রতিক সময়ে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যেসব অনুমান ও জল্পনা চলছে তার সঙ্গে বিষয়টি আরও নতুন মাত্রা যোগ করেছে। ব্যক্তিগত নিরাপত্তা বিবেচনায় উন্নতমানের এই SUV আমদানি করা হয়েছে বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। সব মিলিয়ে, বিশেষ সুবিধাসম্পন্ন এই গাড়িটি দেশে পৌঁছানোকে কেন্দ্র করে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আলোচনা চলছে এবং এর প্রতিটি আপডেটই এখন দেশের রাজনৈতিক পর্যবেক্ষকদের নজর কাড়ছে।

প্রিন্ট করুন