জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত চট্টগ্রাম জেলার শিক্ষার্থীদের প্লাটফর্ম চট্টগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন ৪৯ তম আবর্তনের শিক্ষার্থী শাহরিয়ার নাজিম রিয়াদ এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন একই ব্যাচের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী তানভীর মাহতাব চৌধুরী।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাবেক সভাপতি মাহমুদুল হাসান এ কমিটি ঘোষণা করেন। নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর খুব দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
জেলা সমিতির কার্যক্রম ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে নবনির্বাচিত সভাপতি শাহরিয়ার নাজিম রিয়াদ বলেন, “প্রতিবারের মতো এবারও চট্টগ্রাম থেকে আগত শিক্ষার্থী ও ভর্তি পরীক্ষার্থীদের কল্যাণে কাজ করার পরিকল্পনা রয়েছে। ইনশাআল্লাহ, এই সংগঠনের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করে আমরা আরও নতুনত্বের প্রকাশ ঘটাবো। আগামী দিনে চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা, চট্টগ্রামের মেধাবী ও দেশবরেণ্য ব্যক্তিত্ব এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের ক্যাম্পাসের সম্পর্ক জোরদার করা—এগুলোকে আমরা অগ্রাধিকার দিয়ে কাজ করে যাব।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক তানভীর মাহতাব চৌধুরী বলেন, চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ আমার জন্য এক বিশেষ সম্মান। আপনাদের বিশ্বাস ও ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে আমরা সমিতিকে আরও সংগঠিত, কার্যকর ও শিক্ষার্থীবান্ধব একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলব।
তিনি আরও বলেন, ‘ঐক্য, দায়িত্ববোধ ও ইতিবাচক পরিবর্তনের পথে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করছি। ইনশাআল্লাহ, আপনাদের সহযোগিতায় আমরা সফল হবো।’

আলামিন খান (জাবি প্রতিনিধি)
প্রকাশের সময়: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫ । ১০:৩৯ অপরাহ্ণ