দেশের রাজনৈতিক অঙ্গনে বহুদিন ধরে চলা নানা জল্পনা–কল্পনার অবসান ঘটতে চলেছে আজ। নির্বাচন কমিশন জানিয়েছে, সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণ দেবেন, আর এই ভাষণের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে কোন তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রীয় টেলিভিশন ও বেতার থেকে সরাসরি সম্প্রচারিত হবে এই ঘোষণা, যা নিয়ে সর্বস্তরের মানুষের মধ্যে এখন প্রবল আগ্রহ তৈরি হয়েছে।
ইসি সংশ্লিষ্ট সূত্র বলছে, কয়েক মাস ধরে নির্বাচন আয়োজনের নানা দিক নিয়ে কাজ চলছিল। ভোটকেন্দ্রের প্রাথমিক তালিকা প্রস্তুত, নিরাপত্তা পরিকল্পনার খসড়া তৈরি, মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয়—সবকিছুই এখন প্রায় শেষ পর্যায়ে। তফসিল ঘোষণার পরপরই রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিকভাবে প্রচার–প্রচারণায় নামতে পারবে। অনেক দল ইতোমধ্যেই প্রার্থী চূড়ান্ত করা, প্রচার সামগ্রী প্রস্তুত করা ও মাঠভিত্তিক কার্যক্রম সাজিয়ে নেওয়ার কাজ শুরু করেছে।
চলমান আলোচনা–সমালোচনার মধ্যেই জানা গেছে, সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করা হবে। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে ভোটগ্রহণের তারিখ, মনোনয়নপত্র দাখিলের সময়সীমা, যাচাই–বাছাই, আপিল এবং প্রতীক বরাদ্দের বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি ভোটারদের জন্য নির্দেশিকা, আইন–শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় এবং নির্বাচনকালীন আচরণবিধিও প্রকাশ করা হবে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, জনগণের নিরাপত্তা এবং ভোটের পরিবেশ নিশ্চিত করতে তারা তিন বাহিনীসহ আইন–শৃঙ্খলা রক্ষাকারী সব সংস্থার সঙ্গে একাধিক বৈঠক করেছে। প্রত্যেক ভোটকেন্দ্রের ঝুঁকি মূল্যায়ন, বিশেষ নজরদারি, সিসিটিভি ব্যবহারের পরিকল্পনা এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার মতো বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
তফসিল ঘোষণার আগে থেকেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। নির্বাচন দেশজ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, তাই ভোটার থেকে প্রার্থী—সবাইই জানতে চাচ্ছে কবে অনুষ্ঠিত হবে ভোট। রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনকে ঘিরে চলমান বিতর্কের অনেকটাই প্রশমিত হবে এবং নির্বাচনী প্রস্তুতি আরও দ্রুত এগোবে।
সব মিলিয়ে বলা যায়, আজকের ঘোষণাই ঠিক করে দেবে আগামী কয়েক মাসের রাজনীতির গতি–প্রকৃতি। জনগণও তাকিয়ে আছে সন্ধ্যার দিকে—কবে হবে দেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসব, তার উত্তর মিলবে আজই।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫ । ৭:৫৭ পূর্বাহ্ণ