জাবিতে ‘UNITE to End Digital Violence against All Women and Girls ‘ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আলামিন খান
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫ । ১০:১৪ পূর্বাহ্ণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে Youth For Change Bangladesh Foundation কর্তৃক UNITE to End Digital Violence against All Women and Girls অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিএসই ভবনে সকাল ৯ থেকে শুরু হয়ে দুপুর ২ টায় শেষ হয় সেমিনারটি।

সেমিনারে জাবির নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজওয়ানা করীম স্নিগ্ধা বলেন, “হেজাব পড়লে,নিকাপ করলে মেয়েদের মেধা কমেও না আবার বাড়েও না। যেমন ছিল তেমনি থাকে। একটি মেয়ে প্যান্ট পড়লে আমরা নিশ্চিত ভাবে বলতে পারিনা সে বেয়াদপ, সে অশ্লীল। আবার কেউ হেজাব,বোরখা পরলে কেউ নিশ্চিত ভাবে বলতে পারবেনা সে ভালো নাকি খারাপ। কেবল পোশাকই মানুষকে যাচাই করার মাধ্যম নয়। বিশ্বাস করেন যখন আপনি নির্যাতিত হবেন তখন আমি শাড়ি পরি,আপনি হিজাব পরেন কিংবা অন্যকেউ জিন্স প্যান্ট পরে সকলের একই রকম রক্তক্ষরণ হবে। আপনি নিশ্চত আপনি হিজাব, বোরখা পড়লে রেফের শিকার হবেন না,ইভটিজিং এর শিকার হবেন না কিংবা আপনি যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তার দ্বারা নির্যাতিত হবেন না। তাহলে এত বিভাজন কেন।”

জাবির শিক্ষক অধ্যাপক মামুন বলেন, “স্ল্যাটসেমিং আমাকে করুক, আপনাকে করুক আমার মাকে করুক, বোনকে করুক, কন্যাকে করুক বা বান্ধবীকে করুক না কেন কিন্তু কোনোভাবেই স্ল্যাটসেমিংকে নরমামালাইজেশন করা যাবে না।এই গতকালই রোকেয়া সাখওয়াত হোসেনকে বিভৎসভাবে এই স্লাটৎসেমিং এর সম্মুখীন হতে হয়েছে। এই স্ল্যাটসেমিং কিন্তু যেন তেন মানুষ করছেন না এই স্ল্যাটসেমিং এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত যুক্ত হয়েছে। অনলাইনে তাকে মাগিও বলা হচ্ছে।আবার অনেককে অনলাইনে অঙ্গভঙ্গি ধরেও সাইবার বুলিং করা হচ্ছে। কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওয়াশরুমে নামাজ করার প্রসঙ্গে এক মেয়ে শিক্ষার্থী ফেইসবুকে মন্তব্য করেছিল আমি ক্যাম্পাসে থাকাকালীন এরকম ঘটনা শুনি নাই। তারপর এই মন্তব্যের জন্য এই শিক্ষার্থীকে কি পরিমান স্ল্যাটসেমিং এর স্বীকার হতে হয়েছে।”

জাকসুর কার্যকরী নারী সদস্য নাবিলা বিনতে হারুন বলেন, ” শালীন পোশাকেও মেয়েরা নিরাপদ নয় এর প্রমাণ আমি নিজেই। জাকসু নির্বাচনে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভাবে বুলিংয়ের শিকার হয়েছি তা ভাষায় প্রকাশ করার মতো নয়। যদি কেবল শালীন পোশাক মেয়েদের নিরপত্তা দিতো তাহলে আমার ক্ষেত্রে এমন হতোনা। জাকসু মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। আমি মনে করি আইন প্রণয়নের পাশাপাশি তার যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে পারলে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত হবে।”

প্রিন্ট করুন