ওসমান হাদীর সুস্থতা কামনায় জাবিতে জাতীয় ছাত্র শক্তির দোয়া মাহফিল আয়োজন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ । ৯:০৯ অপরাহ্ণ

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি-র দ্রুত সুস্থতা কামনায় জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাবি শাখার সাবেক আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আহসান লাবিব, সহ- সভাপতি নাসিম আল তারিকসহ ছাত্রশক্তি জাবি শাখার অন্যান্য সংগঠকবৃন্দ ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করি। তাঁর ওপর ন্যাক্কারজনক হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর এমন হামলা প্রার্থীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। ফ্যাসিস্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখিয়ে সারাদেশে নিরাপত্তা ও একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।”

উক্ত দোয়া মাহফিলে জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দ শরীফ ওসমান হাদির আরোগ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ, জাতি ও গণতান্ত্রিক সংগ্রামের সফলতা কামনা করা হয়।

প্রিন্ট করুন