অনুমতি ছাড়া নির্বাচনী প্রচারণা করাতে কয়েকজন বাংলাদেশীকে আটক করেছে সৌদি পুলিশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ । ১২:৪৪ অপরাহ্ণ

অনুমতি ছাড়া সৌদি আরবে নির্বাচনী সভা আয়োজনের অভিযোগে কয়েকজন বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। প্রবাসী অধ্যুষিত একটি এলাকায় গোপনে এই সভা অনুষ্ঠিত হচ্ছিল বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে সৌদি কর্তৃপক্ষ সেখানে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের হেফাজতে নেয়।

সৌদি আরবে বিদেশি নাগরিকদের জন্য যেকোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম কঠোরভাবে নিষিদ্ধ। দেশটির আইনে রাজনৈতিক সভা, মিছিল, প্রচারণা কিংবা দলীয় আলোচনা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়। এই আইন ভঙ্গের কারণেই আটক বাংলাদেশিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি সামনে আসার পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে উদ্বেগ ও আলোচনা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, এ ধরনের দায়িত্বহীন কর্মকাণ্ড পুরো কমিউনিটির জন্য ঝুঁকি তৈরি করতে পারে। প্রবাসী নেতারা সতর্ক করে বলেছেন, সৌদি আরবের আইন ও বিধিনিষেধ মেনে চলা সবার জন্য বাধ্যতামূলক এবং রাজনৈতিক তৎপরতা থেকে দূরে থাকাই নিরাপদ।

এদিকে আটক ব্যক্তিদের বিষয়ে দূতাবাসের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে অনানুষ্ঠানিকভাবে জানা গেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, ব্যক্তিগত বা দলীয় স্বার্থে এমন কর্মকাণ্ডে জড়িত না হয়ে আইন মেনে শান্তিপূর্ণভাবে অবস্থান করার।

প্রিন্ট করুন