শরিফ ওসমান হাদী মারা গেছেন। তাঁর নামের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। সেখানে প্রকাশিত পোস্টে জানানো হয়, গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকায় একটি রাজনৈতিক কর্মসূচির সময় তিনি গুলিবিদ্ধ হন। ঘটনার পর অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সেখানকার একটি হাসপাতালে তিনি দীর্ঘদিন লাইফ সাপোর্টে ছিলেন। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করছেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করছেন। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের পেছনে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও উঠেছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ । ১০:১৪ অপরাহ্ণ