শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে ভারতীয় পণ্য বয়কটের ডাক ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিযোগ তুলছেন, এই মৃত্যুর পেছনে যে প্রেক্ষাপট ও ঘটনাপ্রবাহ রয়েছে তা শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং বৃহত্তর রাজনৈতিক ও জাতীয় অনুভূতির সঙ্গেও জড়িত। সেই ক্ষোভ থেকেই একাংশ মানুষ ভারতীয় পণ্য না কেনার আহ্বান জানাচ্ছেন এবং এটিকে প্রতিবাদের ভাষা হিসেবে তুলে ধরছেন।
ফেসবুক ও এক্সে ছড়িয়ে পড়া পোস্টে বলা হচ্ছে, হাদির মৃত্যু নিয়ে স্বচ্ছ তদন্ত ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত ভারতীয় পণ্য বর্জন করা উচিত। অনেকেই লিখছেন, রাস্তায় নামার পাশাপাশি ভোক্তা হিসেবে সিদ্ধান্ত নেওয়াও এক ধরনের প্রতিবাদ। এই ডাকের সঙ্গে বিভিন্ন হ্যাশট্যাগ ব্যবহার করে আন্দোলনটিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে।
তবে এ নিয়ে ভিন্নমতও আছে। কেউ কেউ বলছেন, আবেগতাড়িত সিদ্ধান্তের বদলে আইনি ও কূটনৈতিক পথে চাপ সৃষ্টি করাই বেশি কার্যকর। ব্যবসায়ী মহল আবার আশঙ্কা প্রকাশ করছে, এমন বয়কট দীর্ঘ হলে বাজারে সরবরাহ ব্যাহত হতে পারে। তবুও হাদির মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হওয়া ক্ষোভ ও শোক যে এই বয়কট ডাকে নতুন মাত্রা দিয়েছে, তা স্পষ্ট।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ । ১১:০৯ পূর্বাহ্ণ