খুঁজুন
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

জাবিতে ‘UNITE to End Digital Violence against All Women and Girls ‘ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আলামিন খান
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ণ
জাবিতে ‘UNITE to End Digital Violence against All Women and Girls ‘ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে Youth For Change Bangladesh Foundation কর্তৃক UNITE to End Digital Violence against All Women and Girls অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিএসই ভবনে সকাল ৯ থেকে শুরু হয়ে দুপুর ২ টায় শেষ হয় সেমিনারটি।

সেমিনারে জাবির নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজওয়ানা করীম স্নিগ্ধা বলেন, “হেজাব পড়লে,নিকাপ করলে মেয়েদের মেধা কমেও না আবার বাড়েও না। যেমন ছিল তেমনি থাকে। একটি মেয়ে প্যান্ট পড়লে আমরা নিশ্চিত ভাবে বলতে পারিনা সে বেয়াদপ, সে অশ্লীল। আবার কেউ হেজাব,বোরখা পরলে কেউ নিশ্চিত ভাবে বলতে পারবেনা সে ভালো নাকি খারাপ। কেবল পোশাকই মানুষকে যাচাই করার মাধ্যম নয়। বিশ্বাস করেন যখন আপনি নির্যাতিত হবেন তখন আমি শাড়ি পরি,আপনি হিজাব পরেন কিংবা অন্যকেউ জিন্স প্যান্ট পরে সকলের একই রকম রক্তক্ষরণ হবে। আপনি নিশ্চত আপনি হিজাব, বোরখা পড়লে রেফের শিকার হবেন না,ইভটিজিং এর শিকার হবেন না কিংবা আপনি যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তার দ্বারা নির্যাতিত হবেন না। তাহলে এত বিভাজন কেন।”

জাবির শিক্ষক অধ্যাপক মামুন বলেন, “স্ল্যাটসেমিং আমাকে করুক, আপনাকে করুক আমার মাকে করুক, বোনকে করুক, কন্যাকে করুক বা বান্ধবীকে করুক না কেন কিন্তু কোনোভাবেই স্ল্যাটসেমিংকে নরমামালাইজেশন করা যাবে না।এই গতকালই রোকেয়া সাখওয়াত হোসেনকে বিভৎসভাবে এই স্লাটৎসেমিং এর সম্মুখীন হতে হয়েছে। এই স্ল্যাটসেমিং কিন্তু যেন তেন মানুষ করছেন না এই স্ল্যাটসেমিং এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত যুক্ত হয়েছে। অনলাইনে তাকে মাগিও বলা হচ্ছে।আবার অনেককে অনলাইনে অঙ্গভঙ্গি ধরেও সাইবার বুলিং করা হচ্ছে। কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওয়াশরুমে নামাজ করার প্রসঙ্গে এক মেয়ে শিক্ষার্থী ফেইসবুকে মন্তব্য করেছিল আমি ক্যাম্পাসে থাকাকালীন এরকম ঘটনা শুনি নাই। তারপর এই মন্তব্যের জন্য এই শিক্ষার্থীকে কি পরিমান স্ল্যাটসেমিং এর স্বীকার হতে হয়েছে।”

জাকসুর কার্যকরী নারী সদস্য নাবিলা বিনতে হারুন বলেন, ” শালীন পোশাকেও মেয়েরা নিরাপদ নয় এর প্রমাণ আমি নিজেই। জাকসু নির্বাচনে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভাবে বুলিংয়ের শিকার হয়েছি তা ভাষায় প্রকাশ করার মতো নয়। যদি কেবল শালীন পোশাক মেয়েদের নিরপত্তা দিতো তাহলে আমার ক্ষেত্রে এমন হতোনা। জাকসু মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। আমি মনে করি আইন প্রণয়নের পাশাপাশি তার যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে পারলে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত হবে।”

ওসমান হাদীর সুস্থতা কামনায় জাবিতে জাতীয় ছাত্র শক্তির দোয়া মাহফিল আয়োজন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৯:০৯ অপরাহ্ণ
ওসমান হাদীর সুস্থতা কামনায় জাবিতে জাতীয় ছাত্র শক্তির দোয়া মাহফিল আয়োজন

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি-র দ্রুত সুস্থতা কামনায় জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাবি শাখার সাবেক আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আহসান লাবিব, সহ- সভাপতি নাসিম আল তারিকসহ ছাত্রশক্তি জাবি শাখার অন্যান্য সংগঠকবৃন্দ ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করি। তাঁর ওপর ন্যাক্কারজনক হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর এমন হামলা প্রার্থীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। ফ্যাসিস্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখিয়ে সারাদেশে নিরাপত্তা ও একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।”

উক্ত দোয়া মাহফিলে জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দ শরীফ ওসমান হাদির আরোগ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ, জাতি ও গণতান্ত্রিক সংগ্রামের সফলতা কামনা করা হয়।

হাদির হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৫:১৯ অপরাহ্ণ
হাদির হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার

শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনায় জড়িত হামলাকারীকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, হাদির ওপর হামলাটি একটি নৃশংস ও পরিকল্পিত ঘটনা, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা।

এ ঘটনার সঙ্গে যারা সরাসরি বা পরোক্ষভাবে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, হামলাকারীর অবস্থান, পরিচয় বা গ্রেপ্তারে সহায়ক নির্ভরযোগ্য তথ্য প্রদান করলে তথ্যদাতাকে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে এবং তার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

ইতোমধ্যে পুলিশ সন্দেহভাজনদের শনাক্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য যাচাই করছে এবং বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। তিনি বলেন, এটি শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়, বরং রাষ্ট্রের নিরাপত্তা ও আইনের শাসনের ওপর আঘাত, তাই সাধারণ মানুষকে ভয় না পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে, যাতে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যায়।

হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে,যেকোনো সময় গ্রেপ্তার করবে পুলিশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৮:২৩ পূর্বাহ্ণ
হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে,যেকোনো সময় গ্রেপ্তার করবে পুলিশ

হাদি গুলিবিদ্ধের ঘটনায় জড়িত সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তার যেকোনো সময় হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার। তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশ, গোয়েন্দা বিভাগ ও সংশ্লিষ্ট ইউনিটগুলো সমন্বিতভাবে কাজ শুরু করে এবং প্রযুক্তির সহায়তায় হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে। অভিযুক্তদের গতিবিধি নজরদারিতে রয়েছে, নিরাপত্তা বাহিনী প্রস্তুত আছে এবং খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ডিএমপি কমিশনার আরও জানান, এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা ছিল কি না, নাকি ব্যক্তিগত বিরোধের জেরে ঘটেছে—সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পেছনে কারা ইন্ধন দিয়েছে এবং অর্থ ও অস্ত্রের যোগান কোথা থেকে এসেছে, সেসব বিষয়ও তদন্তের আওতায় আনা হয়েছে। তিনি বলেন, রাজধানীতে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না এবং অপরাধীরা যত প্রভাবশালীই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।

এদিকে গুলিবিদ্ধ হাদির চিকিৎসা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসকরা নিয়মিত আপডেট দিচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী তার পরিবারকে সর্বোচ্চ সহায়তা দিচ্ছে বলেও জানান ডিএমপি কমিশনার। তিনি নগরবাসীকে গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান এবং বলেন, দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে এই ঘটনার পূর্ণ বিচার নিশ্চিত করা হবে।

ব্রেকিং নিউজ